দেশ ও দেশি পণ্যের পক্ষে লিখুন দেশজ দর্পণে

যেসব বিষয়ে লেখা যাবে

# দেশি পণ্য সংশ্লিষ্ট যেকোন বিষয়। দেশি পণ্য বলতে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় উৎপাদিত যেকোন পণ্য এবং পুরোপুরি বাংলাদেশের কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের মালিকানাধীন অথবা রাষ্ট্রায়াত্ব যেকোন প্রতিষ্ঠানের পণ্য বোঝাবে।

# পোশাক: দেশি পোশাক পরিচ্ছদের ইতিহাস, উৎপাদন, প্রাপ্তিস্থান, বিপণন, গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি।

# খাবার: বিভিন্ন দেশি নাশতা জাতীয় খাবার যেমন মিষ্টি, দই, আচার, মধু, বিস্কুট ইত্যাদি খাবারের ইতিহাস, উৎপাদন, প্রাপ্তিস্থান, বিপণন, গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি।

# ফল: বিভিন্ন দেশীয় ফলের ইতিহাস, উৎপাদন, প্রাপ্তিস্থান, বিপণন, গুরুত্ব, তাৎপর্য, পুষ্টিগুণ ইত্যাদি।

# মুদি পণ্য: বিভিন্ন মুদি পণ্যের (যেমন- চাল, ডাল, তেল, আটা ইত্যাদি) ইতিহাস, উৎপাদন, প্রাপ্তিস্থান, বিপণন, গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি।

# মনিহারি পণ্য: অলঙ্কার, শৌখিন জিনিসপত্র, শিক্ষা উপকরণ, আসবাবপত্র ইত্যাদি পণ্যের ইতিহাস, উৎপাদন, প্রাপ্তিস্থান, বিপণন, গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি।

# কাঁচাবাজার: সবজি, মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনী পণ্যের ইতিহাস, উৎপাদন, প্রাপ্তিস্থান, বিপণন, গুরুত্ব, তাৎপর্য, পুষ্টিগুণ ইত্যাদি এবং বাজার সংক্রান্ত আলোচনা।

# স্বাস্থ্য: বিভিন্ন দেশি পণ্যের স্বাস্থ্যগত উপকার, স্বাস্থ্য রক্ষার বিভিন্ন দেশীয় উপায় ইত্যাদি।

# প্রাকৃতিক রূপচর্চা: বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে দেশীয় উপায়ে রূপচর্চা

# দেশি রান্না: দেশি খাবার রান্নার প্রস্তুত প্রণালী, রান্নাবান্নার কৌশল, রান্না করা দেশি খাবারের গুণাগুণ, সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি।

# চাষাবাদ: দেশি বৃক্ষ রোপণ ও বিভিন্ন কৃষি পণ্য চাষাবাদ এবং এসবের পরিচর্যা, উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি।

# দর্শনীয় স্থানের বর্ণনা: বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, দৃষ্টিনন্দন প্রাকৃতিক স্থানসহ দর্শনীয় বিভিন্ন স্থানের বর্ণনা, ভ্রমণ গাইড, ভ্রমণ কাহিনী ইত্যাদি।

# সাহিত্য: দেশি পণ্য সংক্রান্ত সাহিত্য অথবা বাংলাদেশের ঐতিহ্য বা দেশপ্রেমের সাহিত্য (যেমন- কবিতা, ছড়া, গল্প, কৌতুক ইত্যাদি), বাংলাদেশি সাহিত্যিকদের দেশের ঐতিহ্য বা দেশপ্রেম নিয়ে রচিত সাহিত্যের খণ্ডাংশ আলোচনা।

# গবেষণা প্রবন্ধ: দেশি পণ্যের বা দেশজ পণ্যের অর্থনৈতিক কার্যক্রমের বিভিন্ন তুলনামূলক ও গবেষণামূলক আলোচনা।

# জেলা ব্রান্ডিং: বাংলাদেশের বিভিন্ন জেলা বা অঞ্চলের বিখ্যাত পণ্য পরিচিতি।

# ব্যবসায়িক পরামর্শ: দেশি পণ্যের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক লেখা।

# ক্যাপশনসহ চিত্র: দেশি পণ্য ও এ সংক্রান্ত তাৎপর্যপূর্ণ ছবি ও ক্যাপশন।

# বিলুপ্তপ্রায় দেশি পণ্যের ইতিহাস, সমস্যা ও সম্ভাবনা।

# দেশি পণ্যের সাথে জড়িত উদ্যোক্তা, উৎপাদক, বিপণনকারী, কারিগর, শ্রমিকদের সমস্যা ও জীবনাচার।

# দেশীয় বিভিন্ন শিল্পের সমস্যা ও সম্ভাবনা।

# বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে এমন যেকোন বিষয়বস্তু।

লেখকদের জন্য জ্ঞাতব্য বিষয়াবলী

# বাংলাদেশের যেকোন বয়সের বা পর্যায়ের যেকোন ব্যক্তি দেশজ দর্পণে লিখতে পারবেন।

# লেখার বিষয়বস্তু দেশজ দর্পণ নির্দেশিত বিষয়াবলীর অন্তর্ভুক্ত হতে হবে।

# লেখার উদ্দেশ্য হবে দেশি পণ্য ব্যবহারে পাঠককে উদ্বুদ্ধ করা এবং দেশপ্রেম জাগ্রত করা।

# লেখায় সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্যের পক্ষে প্রচারণা চালানো যাবে না। তবে কোনো পণ্য বা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ঐতিহ্যগতভাবে প্রসিদ্ধ হলে, সেক্ষেত্রে উক্ত বিধি শিথিল থাকবে।

# উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, ধর্ম বা মতাদর্শের বিরুদ্ধে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্যের বিরুদ্ধে লেখা যাবে না।

# মানহীনতার গ্রহণযোগ্য অভিযোগ ব্যতীত দেশি বা বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অথবা কোনো দেশের পণ্য বর্জনের আহবান জানানো যাবে না।

# বাংলা ভাষায় লিখতে হবে। তবে আলোচনার প্রয়োজনে আংশিকভাবে অন্য ভাষার ব্যবহারও করা যাবে।

# লেখার পরিমাণে সীমাবদ্ধতা নেই, তবে তা অযাচিতভাবে দীর্ঘ করা যাবে না।

# লেখা সম্পাদনার পর লেখকের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে।

# লেখার জন্য লেখক নিজে দায়বদ্ধ থাকবেন, সম্পাদনা পরিষদ দায়বদ্ধ হবে না।

# লেখাটি ইতঃপূর্বে অপ্রকাশিত হতে হবে।

# লেখার স্বত্ব লেখকেরই থাকবে এবং তার অনুমতি ব্যতীত কোথাও প্রকাশ করা যাবে না।

# সাময়িকী প্রকাশের পর দেশজ দর্পণ, সজজা এবং দেশজ বিপণী প্রচারের উদ্দেশ্যে তাদের নিজস্ব প্রচারমাধ্যমে লেখকের স্বত্বসহ লেখা প্রকাশের অধিকার রাখবে।

# লেখা অবশ্যই লেখকের নিজের হতে হবে। অন্য কারো লেখা আংশিক বা সম্পূর্ণ চুরি করে উপস্থাপন করা যাবে না।

# বিভিন্ন পত্রিকা বা ওয়েবসাইটের তথ্য সংযোজনের ক্ষেত্রে তথ্যসূত্র প্রদান করতে হবে।

# প্রকাশের ক্ষেত্রে গবেষণামূলক ও বিশ্লেষণধর্মী লেখা প্রাধান্য পাবে।

# কোনো লেখায় ছবি ব্যবহারের বিষয়টি সম্পাদনা পরিষদের এখতিয়ারে থাকবে। বাছাইয়ের সুবিধার্থে লেখক এক বা একাধিক ছবি দিতে পারেন।

# ছবির সাথে আলোকচিত্রীর নাম দিতে হবে অথবা যে ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে তা উল্লেখ করতে হবে।

# দেশজ দর্পণ একটি অলাভজনক সাময়িকী। তাই লেখকদের কোনো সম্মানী/পারিশ্রমিক দেয়ার বিষয় নেই। তবে বিভিন্ন সময়ে উপহার ও প্রণোদনার ব্যবস্থা থাকতে পারে।

# লেখার সাথে লেখকের নাম, ঠিকানা, পদবী, কর্মস্থল, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে।

# লেখা দেশজ দর্পণ এর অফিশিয়াল ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।
ইমেইল- deshojdorpon@gmail.com

যেকোন প্রয়োজনে ফেসবুক পেইজে যোগাযোগ করুন- m.me/DeshojDorpon
মোবাইল নং- ০১৫২০১০২৮৮৯