দেশজ দর্পণ পরিচিতি



আমরা যার পণ্য ক্রয় করি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করি। তাই নিজ দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দেশি পণ্য ব্যবহারের বিকল্প নেই। পৃথিবীব্যাপী নিজ নিজ দেশের পণ্য ব্যবহার মানুষের সহজাত বৈশিষ্ট্য। দেশি পণ্যের ব্যবহার দেশের অর্থনীতি, ঐতিহ্য তথ্য সংস্কৃতিকে সমৃদ্ধ করে নিজেদের স্বকীয় জাতিসত্তা হিসেবে প্রতিষ্ঠিত করে।

আমাদের সমাজে অনেকেই অন্ধভাবে বিশ্বাস করে বিদেশি পণ্য মানেই উচ্চমানসম্পন্ন পণ্য। বিপরীতে দেশি পণ্যের ব্যাপারে সবসময় হীনম্মন্যতায় ভোগে। এ ধরনের অন্ধত্ব এবং হীনম্মন্যতা দুইই ক্ষতিকর। পণ্যের মান দেশি বা বিদেশি হওয়ার উপর নির্ভর করে না। বরং পণ্যের মানের বিষয়টি উৎপাদনকারীর সততা, আন্তরিকতা এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে সঠিক জ্ঞান ও দক্ষতার উপর নির্ভর করে। প্রতিটি দেশে বা অঞ্চলেই কিছু পণ্য উৎপাদিত হয় যা অন্য কোনো ভৌগোলিক সীমানায় সঠিক মানে উৎপাদন করা সম্ভব নয়। এমন অনেক পণ্য আমাদের দেশেও উৎপাদিত হয়।

জাতিগত হীনম্মন্যতা দেশি পণ্যের ব্যাপারে আমাদের সবসময় অনুৎসাহিত করে এবং নিজ দেশের মানসম্পন্ন পণ্যের ব্যাপারে উচ্চকণ্ঠ হতেও সংকোচ তৈরি করে। সবাইকে দেশি পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানসম্পন্ন দেশি পণ্যের বার্তা নিঃসংকোচে সবার সামনে উপস্থাপন করতে প্রয়াসী দেশজ দর্পণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন সমাজের জন্য জাগরণ, সজজা ২০১৫ সাল থেকে দেশি পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি 'দেশজ' এর কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির করে দেশি পণ্য ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। এ কর্মসূচিকে আরো কার্যকর করার জন্য সজজা 'দেশজ দর্পণ' সাময়িকী প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত মানসম্পন্ন দেশি পণ্য বিপণন কার্যক্রম দেশজ বিপণী'র পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় দেশি পণ্যের নিঃসংকোচ বার্তাবহ হিসেবে প্রতীয়-মান এই সাময়িকী।