দেশি পণ্যের প্রচারণা এর প্রসারের জন্য গুরুত্বপূর্ণ

দেশি পণ্য ব্যবহার বৃদ্ধি করতে পারলে দেশের অর্থনীতি ভারসাম্যপূর্ণ হবে। প্রতিবছর বিদেশি পণ্য আমদানিতে আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। যদি আমাদের দেশেই ঐ সকল পণ্য মানসম্মতভাবে উৎপাদন করা যায় এবং সকলে যদি ব্যবহার করে তাহলে আমদানি নির্ভর দেশ থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবো। দেশীয় অনেক ফল, ফসল এবং নাম না জানা ব্রান্ডের পণ্য অবহেলিত হয়ে দিন দিন পিছিয়ে পড়ছে। আমরা যদি এসকল পণ্য নিজেরা কিনি এবং অন্যকে কিনতে উৎসাহিত করি তাহলে এসকল পণ্যের উদ্যোক্তাগণ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। তাই আমাদের উচিত এসকল পণ্য নিজেরা ব্যবহার করা এবং অন্যকে ব্যবহারের প্রতি উৎসাহিত করা।
ইমরান হোসাইন । ছবি- ফাইল ফটো
এক্ষেত্রে দেশজ দর্পণ বড় ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন দেশি পণ্যের প্রচারণা ও এ ধরনের পণ্যের তালিকা প্রকাশ করার মাধ্যমে পাঠকদের দেশি পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে দেশজ দর্পণ কাজ করবে বলে আমি আশাবাদী। দেশজ দর্পণের এই দেশাত্ববোধক কার্যক্রমের জন্য অনেক শুভকামনা রইলো।

ইমরান হোসাইন
স্পিকার
স্থায়ী পরিষদ
সমাজের জন্য জাগরণ, সজজা
ঢাকা বিশ্ববিদ্যালয়
পূর্ববর্তী