নদী ও জীবন দেখুন কথা বলা ছবিতে
নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্যের অন্যতম আধার নদনদী ও তীরবর্তী দৃশ্য। উপকূলের কাছাকাছি প্রশস্ত মেঘনা নদীর তীরে অবস্থিত বরিশালের উলানিয়া ঘাটের কিছু ছবি তুলে পাঠিয়েছেন ইমরান হোসাইন।
![]() |
| নোঙ্গর |
![]() |
| বিরামহীন ছুটে চলে বরিশাল অঞ্চলের প্রধান যোগাযোগ বাহন বড় বড় লঞ্চ। |
![]() |
| মাছধরা নৌকাগুলো দিনরাতই নদীতে ভেসে বেড়ায়। |
![]() |
| সূর্যাস্তের সময় নদীতে তৈরি হয় মায়াবী পরিবেশ। |
![]() |
| মেঘাচ্ছন্ন আকাশ নদীতে নিয়ে আসে গোধূলির আবহ। |
![]() |
| সকাল/দুপুরে ছেড়ে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাওয়া দিবাকলীন সিট্রাকগুলি বেশ জনপ্রিয়। |
![]() |
| নদী তীরবর্তী অঞ্চলের মানুষের নদী ও নৌকা নিয়ে কাটে ব্যস্ত জীবন। |
![]() |
| যাত্রী ও মালামাল পরিবহনে ট্রলার বেশ প্রয়োজনীয় বাহন নদীবহুল অঞ্চলে। |
![]() |
| উপকূলের কাছাকাছি মেঘনা নদীর কূলকিনারা দেখতে পাওয়া কঠিন! |








